নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ এবার মানবিক মুখের পরিচয় দিলেন দমকলের কর্মীরা । জানা যায় , বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের কোচডিহি পঞ্চায়েতের কল্যাণপুর এলাকায় ৪০ ফুঁট গভীর একটি পরিতক্ত কুয়োতে শনিবার রাত্রি সাড়ে এগারোটা নাগাদ পড়ে যায় একটি পথ কুকুর । বিষয়টি এলাকার মানুষের নজরে আসতেই খবর পৌঁছায় সোনামুখীর গোস্বামী পাড়ার পশু প্রেমি আকাশ গোস্বামীর কাছে । সময় নষ্ট না করে পশু প্রেমি আকাশ গোস্বামী সহ এলাকার মানুষরা অনেক চেষ্টা করেও পথ কুকুরটিকে গভীর কুয়ো থেকে উদ্ধার করা সম্ভব হয়নি । অবশেষে খবর দেওয়া হয় দমকলকে এবং তড়িঘড়ি দমকলের কর্মীরা ঘটনাস্থলে আসেন ও রবিবার প্রায় ঘন্টা দুই এর প্রচেষ্টায় সুস্থ অবস্থায় পথ কুকুরটিকে উদ্ধার করেন দমকলের কর্মীরা । তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকল পশু প্রেমি থেকে শুরু করে শুভবুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষরা ।
এ বিষয়ে সোনামুখী ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবলীনা সর্দার জানান , দমকলের এই তৎপরতা অত্যন্ত প্রশংসনীয় এবং সুস্থ অবস্থায় পথ কুকুরটিকে উদ্ধার করা হয়েছে ।