0
254

সম্প্রীতির বসন্ত উৎসব পালিত হল ইন্দাসে।।।


আবদুল হাই, বাঁকুড়াঃ বসন্ত এসে গেছে। শিমুল পলাশ কৃষ্ণচূড়া ফুটেছে। কত অলি ভোমরা জুটেছে। ঋতুরাজ বসন্ত প্রকৃতি রাজ্যে এবং আমাদের সকলের মনে দিয়েছে রং লাগিয়ে। রঙে রঙে রঙিন বসন্তে বসন্ত উৎসবে সামিল হয়েছে ইন্দাস। মহাসমারোহে ঋতুরাজ বসন্তকে আহ্বান জানানো হচ্ছে বসন্তের গানে আর নৃত্যে। নানা রঙের আবিরে একে অপরের হৃদয় মন রাঙিয়ে শুরু হয়েছে বসন্ত উৎসব…. “রং যেন মোর মর্মে লাগে, আমার সকল কর্মে লাগে।” রবি ঠাকুরের কবিতার লাইন সকলকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। “রাঙিয়ে দিয়ে যাও গো যাও গো এবার যাবার আগে.”…… বাঁকুড়া জেলার ইন্দাস কালীবাড়ি সমতিতে নৃত্যধারা কালচারাল একাডেমীর পরিচালনায় পালিত হল বসন্ত উৎসব। এদিন ইন্দাস বাজারে প্রভাত ফেরী সহ পথ নৃত্য এবং ইন্দাস কালীবাড়ি সমতির মূলমঞ্চে সকল ছাত্রছাত্রী, অভিভাবক ও বিভিন্ন শিল্পীদের নিয়ে রাঙিয়ে দিয়ে যাও নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন তারা।