আসন্ন দোল উৎসবে নিরাপত্তার স্বার্থে নবদ্বীপ ধাম স্টেশনে নাকা তল্লাশি জি আর পি,র।

0
210

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মার্চের প্রথম সপ্তাহেই অনুষ্ঠিত হবে দোল উৎসব। আর এই দোল উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যে ভারতবর্ষ ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্ত তথা তীর্থ যাত্রীরা আসতে শুরু করেছে নবদ্বীপ, মায়াপুরের বিভিন্ন মঠ মন্দিরে।

এই দোল উৎসবে কোনরকম অপ্রতিকর, দূর্ঘটনা, ও নাশকতা রুখতে তৎপর নবদ্বীপ ধাম স্টেশনের জি আর পি।

সোমবার দেখা গেলো নবদ্বীপ ধাম স্টেশনে সকাল থেকেই শুরু হয়েছে জিআরপির তল্লাশি অভিযান।

নবদ্বীপ জিআরপির ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম ভট্টাচার্যের নেতৃত্বে মেটাল ডিটেক্টর দিয়ে বিভিন্ন ট্রেন থেকে নামা যাত্রীরা স্টেশনে নামতেই চলছে তল্লাশি।

জি আর পি সুত্রে জানা যায়, আসন্ন দোল যাত্রা উৎসব উপলক্ষে নবদ্বীপ ধাম স্টেশন কে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে জিআরপির পক্ষ থেকে। প্রতিদিন রুটিন চেকিং-এর পাশাপাশি বিশেষ দিনগুলিতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে নবদ্বীপ জিআরপির তরফে।
এ বিষয়ে নবদ্বীপ জিআরপি’র ভারপ্রাপ্ত আধিকারিক গৌতম ভট্টাচার্য বলেন, পূর্ব রেলের ব্যান্ডেল কাটোয়া রেল শাখার একটি অন্যতম গুরত্বপূর্ণ স্টেশন নবদ্বীপ ধাম। আসন্ন দোলযাত্রা উৎসব উপলক্ষে হাজার হাজার মানুষ আসতে শুরু করেছে। যে কোনও ধরনের নাশকতা রুখতেই আমাদের এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে।