বাঁকুড়া সদর মহকুমা শাসকের কাশিপুর রাজার অধীনস্থ মন্দির পরিদর্শন।

0
121

সুদীপ সেন, বাঁকুড়া:- সোমবার বাঁকুড়া জেলার শালতোড়া ব্লকের বিভিন্ন মন্দির যা কাশিপুর রাজার অধীনস্থ ছিল তা পরিদর্শন করলেন বাঁকুড়া সদরের মহকুমা শাসক শ্রীযুক্ত সুশান্ত কুমার ভক্ত।

তাঁর সঙ্গে ছিলেন শালতোড়ার বিডিও শ্রীযুক্ত মানস কুমার গিরি, শালতোড়া পঞ্চায়েত সমিতির সভাপতি সুস্মিতা কবিরাজ, সহ সভাপতি নিভা মাজি ও ব্লকের অন্যান্য আধিকারিক বৃন্দ।

তাঁরা প্রথমে শালতোড়া ব্লকের অন্যতম গ্রাম তিলুড়ীর কাছারী দুর্গা মন্দির, শ্যাম চাঁদ, শিব মন্দির পর্যবেক্ষণ করেন।

বাঁকুড়া সদর মহকুমা শাসক মদিরের সেবাইত ও স্থানীয় মানুষজনের সাথে মন্দিরের প্রাচীনত্ব, কাশী পুর রাজার সাথে সংযোগের প্রামাণ্য নথি খতিয়ে দেখেন ও এই বিষয়ে কথা বলেন ।

পরে তাঁরা বাঁকুড়া জেলার গৌরব বিহারিনাথে যান।

দীর্ঘ সময় ধরে সেখানে সেবাইত, পুরোহিত ও অন্যান্য মানুষজনের সাথে মন্দির বিষয়ে কথা বলেন।
এর প্রাচীনত্ব ও ইতিহাস তিনি জানতে চান।
বিহারিনাথ উন্নয়ন কমিটির সভাপতি ও সম্পাদক ফনিভুষণ দেওঘরিয়া ও টুটুল মিশ্র ও অন্যান্য রা তাঁদের বিহারী নাথের নানা ইতিহাস ব্যাখ্যা করেন ।

সূত্র মারফত জানা যাচ্ছে বাঁকুড়া সদর মহকুমা শাসক এই পরিদর্শনের পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কে একটি রিপোর্ট দেবেন তারপর প্রয়োজন মতো মন্দির গুলির সংস্কার হওয়ার সম্ভবনা আছে।