বাংলার বাড়ি প্রকল্পের ২৯ জনকে বকেয়া টাকা দিল কোচবিহার পৌরসভা।

0
196

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: কোচবিহার পৌরসভার পক্ষ থেকে বাংলার বাড়ি প্রকল্পের বকেয়া টাকা পরিশোধ করল কোচবিহার পৌরসভা। এদিন কোচবিহার পৌরসভার অফিস গৃহে ওই প্রকল্পের বকেয়া টাকা তুলে দেন রবীন্দ্রনাথ ঘোষ। এদিন সেখানে ২৯জন বেনিফিসারির হাতে বাংলার বাড়ি প্রকল্পের কাগজপত্র তুলে দেন তিনি। এদিন মোট ১৯ লক্ষ ৭২ হাজার টাকা দেওয়া হয় বলে জানা গেছে। বাকি ৯ জনের কাগজপত্র সামান্য কিছু ভুল রয়েছে। তা সংশোধন করে পরে বাকিদের দেওয়া হবে।

এ বিষয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছেন, আজ ২৯ জন বেনিফিসারির হাতে বাংলার বাড়ি তার সার্টিফিকেট কাগজপত্র তুলে দেওয়া হলো তাদের হাতে। এবং অনলাইনে তাদের যে টাকাটা তাদেরকে অনলাইনের মাধ্যমে তাদের একাউন্টে পাঠিয়ে দেওয়া হল। এই ২৯ জনের মধ্যে টোটাল ১৯ লক্ষ ৭২ হাজার টাকা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে দিয়ে দেওয়া হল। ৩৮ জন বাকি ছিল তার মধ্যে ২৯ জনকে বকেয়া টাকা দিয়ে দেওয়া হল। এর মধ্যে আরো ৯ জন আছে যাদের কাগজপত্রের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো ঠিকঠাক হয়ে গেলে তাদেরকেও দিয়ে দেওয়া হবে বকেয়া টাকা।

এবিষয়ে রবীন্দ্রনাথকে জানিয়েছেন, তাদের সাথে প্লাস্টিক থার্মোকল এসব নিয়ম আলোচনা হয়েছে যাতে তারা প্লাস্টিক থার্মোকল ব্যবহার না করে।