পূর্ব মেদিনপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের গোকুলনগরে নির্মীয়মান ক্যালভাটে ফাটল,এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি,জানা গিয়েছে
নন্দীগ্রাম এক নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার গোকুলনগরে একটি কালভার্ট নতুন নির্মিত হয়। বিজেপির অভিযোগ কালভার্ট তৈরি হতে না হতেই তাতে ফাটল দেখা দিয়েছে, এবং কন্ডাক্টর সেই ফাটল বন্ধ করার জন্য কাদামাটির প্রলেপ দিয়েছে। অপরদিকে বিজেপির করা অভিযোগ কে সম্পূর্ণ নস্যাৎ করেছে গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সীতারাম করন।তিনি বলেন ব্রিজের কাজ এখনো চলছে, তার আগে সমস্ত ত্রুটি খতিয়ে দেখবে কন্টাকটার।
Home রাজ্য দক্ষিণ বাংলা গোকুলনগরে নির্মীয়মান ক্যালভাটে ফাটল,এই ঘটনাকে কেন্দ্র করে সরগরম রাজ্য রাজনীতি।