নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সামাজিক সংগঠনের খাদ্য অভিযানের মধ্য দিয়ে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের একমাত্র পুত্রর জন্মদিন পালন। রেল স্টেশনে আশ্রয়কারী মানসিক ভাষ্যমহীনদের নিয়ে পুত্রর জন্মদিনের কেক কাটলে ভারপ্রাপ্ত আধিকারিক লালটু ঘোষ। আজ ২৮ শে ফেব্রুয়ারি, শান্তিপুর থানার ওসি লালটু ঘোষের একমাত্র পুত্র শৌণক ঘোষের ষষ্ঠতম জন্মদিন। সকাল থেকেই চাকরি জীবনের ব্যস্ততা থাকলেও ভুলতে পারেননি প্রান্তিক মানুষদের কথা। ইচ্ছেটা ছিল একটু অন্যরকম, তা ছেলের জন্মদিনে অনেকটাই হল বাস্তবায়িত। সারাদিনের ব্যস্ততা একটু শিথিল হতেই স্ত্রী স্বপ্না ঘোষ পুত্র শৌণক ঘোষকে সাথে নিয়ে বেরিয়ে পড়েন রেল স্টেশনের উদ্দেশ্যে। যদিও সাথে নিয়ে যান ৫০ জন প্রান্তিক মানুষের জন্য রান্না করা খাবার, এছাড়াও নিয়ে যান নতুন বস্ত্র। সেখানেই শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ পরিবারের ৩৬৫ দিনের খাদ্য অভিযানে সামিল হয়ে প্রথমেই স্টেশনে আশ্রয়কারী মানসিক ভারসাম্যহীনদের নিয়ে কাটলেন কেক। তারপরেই প্রত্যেকের হাতে রান্না করা খাবার সহ নতুন বস্ত্র তুলে দেন স্ত্রী স্বপ্না ঘোষ। যদিও শুধু শান্তিপুর রেল স্টেশন নয়, স্টেশন সংলগ্ন এলাকার ফুটপাত গুলিতে আশ্রয়কারী ভবঘুরেদের কেউ রান্না করা খাবার ও নতুন বস্ত্র তুলে দেন তিনি। মা বাবার এই ইচ্ছে পূরণ ছোট্ট শৌণক উপলব্ধি না করতে পারলেও আনন্দ উচ্ছ্বাসের এক ফোঁটাও ঘাটতি ছিল না তা ছোট্ট শৌণকের একগাল হাসিতেই তা পরিষ্কার ফুটে ওঠে। শান্তিপুর থানার ওসি লালটু ঘোষের স্ত্রী স্বপ্না ঘোষ জানিয়েছেন, আগে থাকতেই সিদ্ধান্ত ছিল তাদের একমাত্র পুত্রর জন্মদিন এই ভাবেই পালন করবেন তারা। আজ ইচ্ছেটা সত্যি পূরণ হলো। নিজগৃহে অতিথি আপ্যায়নের মধ্যে দিয়ে জন্মদিন পালনের যে আনন্দ তার অন্য অনুভূতি থাকলেও প্রান্তিক মানুষদের মুখে যে হাসি তার অনুভূতিও অনন্য। সত্যি আজ আমরা খুব খুশি। তবে শান্তিপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিকের এই উদ্যোগে সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ পরিবারের সদস্যরা।
Home রাজ্য দক্ষিণ বাংলা প্রান্তিক মানুষদের নিয়ে একমাত্র পুত্রর জন্মদিন পালন, থানার ভারপ্রাপ্ত আধিকারিকের।