পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- বর্ধমান দু’নম্বর ব্লকের বড়শুলের টেলিফোন এক্সচেঞ্জ অফিসে হঠাৎই লেগে যায় আগুন। আনুমানিক দুপুর ৩টের সময় লাগে এই আগুন।দাও দাও করে জ্বলতে থাকে চারিদিক। আগুনের লেলিহান শিখা এতটাই হয় যে চারিদিকে কালো ধোঁয়ায় ঢেকে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল বিভাগের একটি ইঞ্জিন। বর্ধমান ২ নম্বর ব্লক সমষ্টি উন্নয়নের আধিকারিক সুবর্ণা মজুমদার সহ পঞ্চায়েত সমিতির সমস্ত আধিকারিকরা। এখন আগুন খানিকটা নিয়ন্ত্রণ। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি অরুন গোলাদার বলেন, আমরা বিডিও অফিসে মিটিং করছিলাম হঠাৎ দেখতে পাই আগুনের লেলিহান শিখা এবং চারিদিকটা কালো ধোয়ায় ঢেকে গেছে। আমরা তখন আর ছুটে আসি এবং ইলেকট্রিক অফিসে ফোন করি যাতে সমস্ত রকম ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই দমকলের একটি ইঞ্জিন এসে উপস্থিত হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আছে।