রাত হলেই লাগছে আগুন, দাউ দাউ করে জ্বলছে সাল মহুয়ার জঙ্গল তাহলে কি ভূতের উপদ্রব নাকী অন্য কিছু?

0
192

আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়ার জয়পুর জঙ্গলে আগুন লাগার উপদ্রব কিছুতেই থামছে না কোথায় গেল সিসিটিভি, কোথায় গেল ড্রোন ক্যামেরা? নজরদারি কোথায়। তাহলে কি পুরোটাই লোক দেখানো নাটক, নাকি কয়েকদিনের জন্য ক্যামেরায় ছবি তোলার জন্য নিউজ পেপারে বড় বড় হেডিং করে লোক দেখানি প্রচেষ্টা। আজ সন্ধ্যাবেলায়, জয়পুর জঙ্গলে যখন রামলাল কে নিয়ে ফরেস্টের কর্মীরা ব্যস্ত,ঠিক তখনই জয়পুর মুরাবাড়ি সংলগ্ন এলাকায় দাউ দাউ করে জ্বলছে আগুন। পুড়ে ছাই একাধিক এলাকা শুধু মুড়াবাড়ি সংলগ্ন এলাকাতেই আগুন লাগার ঘটনা নয়,একাধিক এলাকায় জ্বলছে আগুন ।একদিকে জয়পুর সমুদ্রবাদ সংলগ্ন কার্টুল গ্রামে পাশে জ্বলছে আগুন তারি পাশে মুড়াবাড়ি নতুনগ্রাম এলাকায় দুই দুটি জায়গায় আগুন লাগার ঘটনার ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো। সরকারের লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বন ও বন্যপ্রাণ রক্ষা করার জন্য বন কমিটি করা হয়েছে, সেই কমিটির সদস্যরাইবা কোথায়? আগুন নেভানোর চেষ্টা আদৌ কি আজ রাতের মধ্যেই করবে নাকি জ্বলবে জঙ্গল।তবে আগুন লাগার ঘটনার খবর পেয়ে আমাদের চ্যানেলের প্রতিনিধি ক্যামেরাবন্দী করেন এবং জয়পুর রেঞ্জ অফিসার সহদেব মুরাকে জঙ্গলের আগুন লাগার ঘটনা জানান। কেন এত আগুন লাগানোর উপাদ্রব্য, তাহলে কি বন্যপ্রাণী হত্যা করার পরিকল্পনা চলছে, নাকি অন্য কিছু। সরকার যেখানে বন্যপ্রাণ রক্ষা করার জন্য এত মাইকিং প্রচার চালিয়ে যাচ্ছে তখন রাতের অন্ধকারে দুষ্কৃতীদের তাণ্ডব বেড়েই চলেছে। আদেও কি বনদপ্তর এর পক্ষ থেকে যারা দুষ্কৃতি মূলক আচরণ করে জঙ্গলে আগুন ধরিয়ে দিচ্ছে তাদের শাস্তি মূলক কি ব্যবস্থা নেয় তার দিকে তাকিয়ে রয়েছে এলাকার মানুষ।