এই প্রথম নিউরো সার্জারিতে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।

0
155

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- এই প্রথম নিউরো সার্জারিতে সাফল্য পেল মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এতদিন ধরে মালদা মেডিকেল কলেজে সম্ভব ছিল না। নিউরো সংক্রান্ত অস্ত্রোপ্রচারের ক্ষেত্রে ছুটতে হতো শিলিগুড়ি অথবা কলকাতা। কিন্তু এবারে অবাস্তবকে বাস্তব করে দেখালো মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা, রঞ্জন সাহা ৬০ গত ২৩ দিন আগে গাছ থেকে পড়ে জখম হয়েছিলেন তিনি। তার কোমরের হার ভেঙে গিয়েছিল। তার চিকিৎসা চলছিল মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। নিউরো সংক্রান্ত চিকিৎসা চলছিল ওই মুমূর্ষ রোগীর। অবশেষে বুধবার সকালে মালদা মেডিকেল কলেজের একটি টিম গঠন করেই বিশিষ্ট নিউরোসার্জেন্ট ডক্টর অশোক কুমার আচারিয়া নেতৃত্বে ৬ ঘন্টার প্রচেষ্টায় এই অস্ত্রপ্রচারটি হয় । এখন রোগী সমস্ত রকম ভাবে ভালো আছে বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসকেরা । এই অস্ত্রোপ্রচারের ক্ষেত্রে ১ থেকে ডের লক্ষ টাকা খরচ হতো বলেও জানিয়েছে মেডিকেল কলেজের চিকিৎসক। কিন্তু মালদা মেডিকেল কলেজে সম্পূর্ণ বিনামূল্যে এই অস্ত্রোপ্রচার করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সাথী কার্ড থাকার কারণে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আরো বিশেষ সুযোগ পেয়েছে ওই রোগী ও তার পরিবার।এই অস্ত্রোপ্রচারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ও চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মী, ব্লাড ব্যাংকের কর্মীদেরও ধন্যবাদ জানিয়েছেন রোগীর পরিবার।