পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুরের কোলাঘাট গার্লস স্কুলের মাধ্যমিকের ছাত্রী দেবশ্রী খাঁড়া। বর্তমানে কেটিপিপি হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার সেন্টার। আর কোলাঘাট থেকে কেটিপিপি হাই স্কুলে পরীক্ষা দিতে নিজেই টোটো চালিয়ে পরীক্ষা দিতে এলো। প্রতিটি পরীক্ষার দিনই এমনি করেই পরীক্ষার সেন্টারে আসে। দেবশ্রীর বাবা সনাতন খাঁড়া জানান, কিছু বছর আগে দুর্ঘটনায় পায়ে আঘাত লাগে। তার পরই মেয়ে দেবশ্রী পরিবারের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে আসে। প্রায়শই কোলাঘাট বাজারে টোটো চালায় তার পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। তবে বর্তমানে মাধ্যমিক পরূক্ষা চলাকালীন সময়েও বাবা মা কে সাথে নিয়ে দেবশ্রী পরীক্ষা দিতে এলেন কেটিপিপি হাইস্কুলে। দেবশ্রী জানায়, গাড়ি চালানো কয়েক বছর আগেই শিখেছে। তাই কোন টোটো চালাতে সমস্যা হয়না। পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই দেবশ্রীর এই প্রয়াস। আগামী দিন এ ভাবেই পাশে থাকতে চায় পরিবারের পাশে দেবশ্রী। তবে দেবশ্রীর এই টোটো চালিয়ে পরীক্ষা কেন্দ্রে আসায় বিস্মিত বন্ধু বান্ধবেরাও।
বাইট: ১. সনাতন খাঁড়া (বাবা)
২. দেবশ্রী খাঁড়া (ছাত্রী)
Home রাজ্য দক্ষিণ বাংলা কোলাঘাট থেকে কেটিপিপি হাই স্কুলে পরীক্ষা দিতে নিজেই টোটো চালিয়ে পরীক্ষা দিতে...