জেলা শাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী কে স্মারকলিপি ।

0
127

সুদীপ সেন, বাঁকুড়া:- আজ দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার ভারতের জাতীয় শিশু শ্রম প্রকল্পের অধীন বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক অশিক্ষক কর্মচারী বৃন্দ।

দীর্ঘ পনেরো, ষোল বছর শিশু শ্রমিক দের শিক্ষার মূল স্রোতে ফিরিয়ে আনার মতো মহান কাজে ব্রতী ছিলেন এই শিক্ষক, অশিক্ষক কর্মচারী বৃন্দ।

কিন্তু কেন্দ্রীয় সরকার এক আদেশ নামায় এই প্রকল্প কে সমগ্র শিক্ষা মিশনের সাথে সংযুক্ত করলেও শিক্ষক, অশিক্ষক কর্মচারীদের কাজে সংযুক্ত করেনি।

এর ওপর তাঁদের ৩৯ মাসের বেতন বাকি।
ছাত্র ছাত্রী গণ পায়নি ৪৮ মাসের স্টাইপেন্ড।

সমগ্র শিক্ষা মিশনে কাজে নিযুক্ত করা, বকেয়া টাকা প্রদান ও ছাত্র ছাত্রীদের বকেয়া স্টাই পেন্ডের দাবি নিয়ে স্টাফ অ্যাসোসিয়েশন অফ ন্যাশনাল চাইল্ড লেবার অয়েল ফেয়ার স্কুলস পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সারা রাজ্যের বিভিন্ন জেলার সাথে বাঁকুড়া জেলার পক্ষ থেকে জেলাশকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী কে একটি স্মারক লিপি প্রদান করা হলো বুধবার।

এতে উপস্থিত ছিলেন সংগঠনের বাঁকুড়া জেলা কমিটির সম্পাদক সুদীপ সেন, সভাপতি চিরঞ্জিত গরাই, সহ সম্পাদক অমিত কুমার দাস ও অন্যতম সদস্য মুক্তি পদ আচার্য্য।