পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রতিষ্ঠান হরিণঘাটা মিট। রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে রইছে হরিণঘাটা কাউন্টার। যদি তত্ত্বাবধান করে পশ্চিমবঙ্গ লাইভ স্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। সেই হরিণঘাটার কাউন্টার উদ্বোধন হলো বর্ধমান শহরের কোট চত্বরে। আজ এই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ। মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়া উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন কাকলি তা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহজ জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও আধিকারিকবৃন্দ। প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আজ বর্ধমান শহরের কোটচত্বরে হরিণঘাটার এই কাউন্টার উদ্বোধন হলো। ২০১১ সালের আগে মাত্র গোটা রাজ্যজুড়ে ছ’টা কাউন্টার ছিল এখন সেই সংখ্যাটা প্রায় সাতশোর কাছাকাছি। আমাদের সমস্ত আধিকারিকবৃন্দরা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে। আমি ধন্যবাদ জানাবো ডিএম ম্যাডামকে তিনি আমাদের এই জায়গাটি দিয়েছেন। সাধারণ মানুষ বিভিন্ন মানুষের বিভিন্ন মাংসজাত দ্রব্য সরকারি মূল্যে এখান থেকে পাবেন। বর্ধমানের হেডকোয়ার্টার এটা তাই এখানে এটি ওপেন করা হলো। মমতা বন্দ্যোপাধ্যায় একটি স্বপ্ন ডিয়ারী প্রকল্প এই হরিণঘাটা কাউন্টারের পাশাপাশি সেটিও করা হয়েছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা পশ্চিমবঙ্গ সরকারের প্রতিষ্ঠান হরিণঘাটা কাউন্টার উদ্বোধনের মন্ত্রী স্বপন দেবনাথ।