বর্ধমান থানায় সাংবাদিক বৈঠক করলেন ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী।

0
151

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গতকাল গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমান সিউড়ি রোডের পালিতপুর মোড়ে বর্ধমান থানার পুলিশের জালে ধরা পড়ে প্রায় ৪৪০০ বোতল অবৈধ ফেনসিডিল সিরাপ। উত্তরপ্রদেশের সুলতানপুর থেকে ট্রাকে করে মুর্শিদাবাদে ডোমকলে নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ ফেনসিডিল সিরাপ। গোপন সূত্রে খবর করে দুই ট্রাক চালককে আটক করে বর্ধমান থানার পুলিশ। আজ বর্ধমান থানায় সাংবাদিক বৈঠক করেন ডিএসপি ট্রাফিক দুই রাকেশ চৌধুরী। সাংবাদিক বৈঠকে ডিএসপি ট্রাফিক টু রাকেশ চৌধুরী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আমরা আটক করেছি দুটি ট্রাক। এই ট্রাকে ৪ হাজার ৪০০ বোতল অবৈধ ফেনসিডিল সিরাপ ছিল। কোনরকম বৈধ কাগজপত্র দেখাতে পারেনি ট্রাকচালকরা। তৎক্ষণাৎ আটক করা হয় দুই ট্রাক চালককে। উত্তরপ্রদেশের সুলতানগঞ্জ থেকে মুর্শিদাবাদের ডোমকলে নিয়ে যাওয়া হচ্ছিল এই অবৈধ সিরাপ গুলি। গোপন সূত্রে খবর পেয়ে আগে থেকেই জাল বিছিয়ে রেখেছিল বর্ধমান থানার পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে সমস্ত বিষয়টিকে। এই সাংবাদিক বৈঠকে ডিএসপি ট্রাফিক টু রাকেশ চৌধুরী ছাড়া উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক অভিরূপ ভট্টাচার্য, বর্ধমান থানার আইসি সুখময় চক্রবর্তী।