রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্র ও রিজনাল ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে মন্ত্রী স্বপন দেবনাথ।

0
243

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- হরিণঘাটা মিট এর কাউন্টার উদ্বোধনে আজ বর্ধমান শহরে আসেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। কাউন্টার উদ্বোধনের পরই তিনি উপস্থিত হন রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে এবং পাশেই অবস্থিত রাজ্য সরকারের রিজনাল ডায়াগনস্টিক সেন্টারে । বর্ধমান শহরে কার্জন গেট চত্বর অবস্থিত রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে উপস্থিত হয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ কথা বলেন সাধারণ মানুষের সাথে এবং কথা বলেন প্রাণী স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত ডাক্তার এবং কর্মচারীদের সাথে। ক্যামেরার মুখোমুখি হয়ে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, আপনারা জানেন ছটি জেলা নিয়ে এই রিজোনাল ডায়াগনস্টিক সেন্টার। সেখানে আজকে হঠাৎই আমি পরিদর্শনে এলাম। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে যেমন সাধারণ মানুষের পরীক্ষা-নিরীক্ষার জন্য ল্যাব রয়েছে ঠিক সেরকমই প্রাণীদের পরীক্ষা-নিরীক্ষার জন্য এই রিজনাল ডায়াগনস্টিক সেন্টারে সমস্ত রকম ব্যবস্থা রয়েছে। এছাড়াও আপনারা সবাই আমাকে জানিয়ে ছিলেন যে হঠাৎ এই পথ কুকুরদের একটি রোগ দেখা দিয়েছে এবং পথ কুকুরদের ভ্যাকসিন এর জন্য। আমরা কালনা শহরে ইতিমধ্যে পৌরসভার তত্ত্বাবধানে ভ্যাকসিন কমপ্লিট করেছি এবং বর্ধমান পৌরসভার তত্ত্বাবধানে যাতে এই ভ্যাকসিন করা যায় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।