নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- রান্নার গ্যাসের দাম বৃদ্ধি ও জন স্বার্থ বিরোধী কেন্দ্রীয় বাজেটের প্রতিবাদে আজ রানাঘাটে আর এস পি র উদ্যোগে এক বিক্ষোভ রানাঘাট জি আর পি মোড়ে সভা অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সভায় নেতৃবৃন্দ বলেন যে তিনটি রাজ্যের ভোট পর্ব শেষ মোদী সরকার এক লাফে গৃহস্থালি কাজে ব্যবহৃত রান্নার গ্যাসের দাম ৫০ টাকা ও বানিজ্যিক গ্যাসের দাম ৩০০ টাকা বাড়িয়ে দিয়েছেন ।
নেতৃবৃন্দ আরো বলেন যে কেন্দ্রীয় বাজেটে যেভাবে খাদ্যশষ্য ও সারের উপর থেকে ভর্তুকি কমিয়ে দেয়া হয়েছে তার তীব্র সমালোচনা করে বলেন যে এর ফলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক হারে বেড়ে যাবে।এর প্রতিকারে আগামী দিনে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন সুবোধ দাস, সমীর রায় আর এস পি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সুবীর ভৌমিক প্রমূখ।