অ্যাডিনো ভাইরাস এর দাপটে নাজেহাল রায়গঞ্জবাসী

0
168

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- গত তিন বছর করোনার দাপটে নাজেহাল হয়েছেন সাধারণ মানুষ। পরবর্তীতে করোনা কাল কাটিয়ে স্বাভাবিক হয়েছে জনজীবন। এরই মধ্যে নতুন করে আশঙ্কার কালো মেঘ জমাট বাধিয়েছে অ্যাডিনো ভাইরাস। বর্তমানে রাজ্যের বিভিন্ন জেলায় এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই ভাইরাসের সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বিশেষ করে নিউমোনিয়ায় ভুগছেন ছোট ছোট শিশুরা। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন এর প্রধান উপসর্গ হলো চোখ লাল হয়ে যাওয়া তার সাথে থাকবে শ্বাসকষ্ট ও পেটের সমস্যা। সর্দি কাশি হাঁচি এগুলো থাকবে গৌণ উপসর্গ। এর মধ্যে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্রমশই এই উপসর্গ যুক্ত শিশু সংখ্যা বাড়ছে বলে জানা গিয়েছে। মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে খবর প্রায় প্রতিদিনই কষ্ট জনিত শিশুদের ভর্তি করা হচ্ছে। বয়স মাত্র 9 দিন আবার কারো একমাস দুদিন। স্কুলে পাঠরত বাচ্চারাও আক্রান্ত হচ্ছে বলে জানা গিয়েছে। এর জেনে রীতিমত উদ্বেগে ভুগছে পরিবার পরিজনেরা।
Byte ।।। বিশু রায়
নন্দী রায়
অন্যদিকে এ ব্যাপারে রায়গঞ্জের বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ অসিত ব্যানার্জীর বলেন, তিনি বলেন এইডিনও ভাইরাস নতুন নয়। তবে এটিই বর্তমানে সক্রিয় হয়ে উঠেছে ।এই ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে অবশ্যই সচেতনতা প্রয়োজন রয়েছে। যেমন মাস্ক পড়ে থাকা, দূরত্ব বিধি বজায় রাখা, জ্বর সর্দি হলে বাচ্চাদের পাঁচ দিন স্কুলে না পাঠানো, সাবান দিয়ে হাত ধোঁয়া ইত্যাদি। বাচ্চাদের পাশাপাশি বড়রাও এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে জানিয়েছেন ডাক্তার ব্যানার্জি।