নিজস্ব সংবাদদাতা, মালদাঃ——-রাজ্য জুড়ে চলছে কর্মচারীদের ডিএ আন্দোলন।এদিন এই আন্দোলনের রূপ নিয়ে এগিয়ে এলো সংগ্রামী যৌথ মঞ্চের উদ্যোগে কর্মচারীদের দাবী দাওয়া নিয়ে আগামী 10ই মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। উল্লেখ্য রাজ্য সরকারের অধীনস্থ সমস্ত কর্মচারীদের দাবি ডিএ প্রদান করতে হবে। তাই আগামী ১০ই মার্চ রাজ্যজুড়ে সাধারণ ধর্মঘট করতে এদিন মালদহে হবিবপুর ব্লকের আইহো সার্কেলের এস.আই অফিসে তাদের বিভিন্ন দাবি জানিয়ে লিখিতভাবে ডেপুটেশন দেওয়া হয়, আইহো সার্কেলের এদিন এস.আই অনুপস্থিতিতে অফিসের কর্মীদের হাতে এই ডেপুটেশন তুলে দেওয়া হয়। পরে সেখান থেকে একটি বাইক র্যালি বেরকরা হয় সেই র্যালি মধ্যেমে আগামী সকল আগত শিক্ষকদের দুর্নীতি থেকে সচেতন করতে এই র্যালি করাহয়।সংগঠনের তরফ থেকে জানানো হয় এই র্যালি হবিবপুর এসআই অফিসে গিয়ে ডেপুটেশন দিয়ে শেষ করা হবে বলে জানান।তাদের তরফে জানা গিয়েছে নিকট আইহো সার্কেলে ডেপুটেশন প্রদান করেন সংগ্রামী যৌথ মঞ্চের সকল কর্মীরা। তাদের দাবিগুলি হলো সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি দপ্তরে শূন্য পদে স্বচ্ছভাবে স্থায়ী নিয়োগ, উচ্চ আদালতের রায় মেনে বকেয়া ডিএ প্রদান করা ,সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বৃহস্পতিবার দুপুরে আইহো সার্কেলের এস. আই নিকট ডেপুটেশন প্রদান করা হয়।পরে বাইক র্যালির করে হবিবপুর এস আই অফিসে ডেপুটেশন দেওয়া হবে। এদিন উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের বিভিন্ন শাখা সংগঠনের সদস্যরা।
Home রাজ্য উত্তর বাংলা কর্মচারীদের দাবী দাওয়া নিয়ে আগামী ১০ই মার্চ রাজ্যজুড়ে ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে...