দিদির সুরক্ষা কবজ কর্মসূচিকে বাস্তবায়িত করার লক্ষ্যে কৃষ্ণনগর ২ নম্বর ব্লকে জনসংযোগে রাজ্যের মন্ত্রী।

0
168

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে “দিদির সুরক্ষা কবজ” প্রকল্পকে বাস্তবায়িত করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে নদীয়ার কৃষ্ণনগর ২ নম্বর ব্লকের ধুবুলিয়া থানার অন্তর্গত নপাড়া এলাকায় এসে পৌঁছালেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভার বিধায়ক উজ্জ্বল বিশ্বাস। সেখানে পৌঁছে প্রথমে তিনি মতুয়া মন্দিরে পূজার্চনা সেরে এলাকায় জনসংযোগের কাজে যোগদেন। গুরুত্ব দিয়ে শোনেন এলাকা বাসীদের বিভিন্ন অভাব অভিযোগের কথা। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের “দিদির সুরক্ষা কবজ” প্রকল্পে এই দিন শরিক হয়ে ছিলেন কৃষ্ণনগর ২ ব্লক সভাপতি পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। জনসংযোগের পর এই দিন দুপুরে স্থানীয় তৃণমূল কর্মীর বাড়িতে মধ্যান্য ভজন সারবেন তিনি। এরপর প্রকল্পের পরিকল্পনা অনুযায়ী দলীয় কর্মী সমর্থকদের সাথে এলাকার উন্নতি স্বার্থে আলোচনা পর্ব সারবেন বলে জানা গেছে দলীয় সূত্রে।