রাসবিহারী, নিজস্ব সংবাদদাতাদএই ভরপুর বসন্তের সবথেকে আনন্দের উৎসব দোল। ব্যস্ত জীবনকে একটু ছুটি দিয়ে জীবনকে নতুন রঙে ভরিয়ে দেবার সুযোগ নিয়ে আবার অপেক্ষায় দোল। আজকাল দোল মানে শুধুই কেমিক্যাল রং বা আবীর। কিন্তু বসন্ত উৎসব তো শুধু এই বাহ্যিক রঙের দিন নয়, মনটাকে নতুন করে রাঙিয়ে নেওয়াটাতেই এই দিনটার সার্থকতা । তাই কোনো কেমিক্যাল রং নয়, প্রকৃতির শ্রেষ্ঠ উপহার ‘ফুল’ দিয়ে বিগত বছরগুলোর মতো এই বছরও ‘ফুলদোল’ পালন করতে চলেছে ‘শারদীয়া’।
এই মনুষ্যকুলে যারা রং দেখতে বা রং চিনতে অপারগ, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টায় আমাদের এই উদ্যোগ। ওদের অন্ধকার জগৎ-এ যে কোনো রঙের গুঁড়োই সমার্থক, তা শুধুই বেরঙিন রঙের গুঁড়ো মাত্র। তাই গন্ধ আর স্পর্শকে হাতিয়ার করে দৃষ্টিহীন শিশুগুলোর জীবনে খুশির হিল্লোল তুলতে সক্ষম একমাত্র ফুলই। আসুন অন্তত বছরের একটা দিন ফুলের কোমলতা আর সুগন্ধে ভরিয়ে দিই ওদের জীবন। এবার রঙের ডালি নয়, ফুলের ডালি দিয়ে বরণ হোক বসন্ত উৎসব ।
‘লাইটহাউস ফর দ্য ব্লাইন্ড’ স্কুলের দৃষ্টিহীন শিশুদের সাথে ‘শারদীয়া’র ফুলদোল
স্থান – লাইট হাউস ফর দ্য ব্লাইন্ড।
(রাসবিহারী সি.ই.এস.সি এর পাশে।)
সময় – বিকেল ৪টে থেকে ৫টা ।
তারিখ – ৪ঠা মার্চ, ২০২৩ (শনিবার)।
Call
8013571298
9163165801