পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ক্যানসারে আক্রান্ত, সাহায্যের আবেদন।

0
222

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—–প্রায় মাস ৭ আগে ক্যানসার রোগ শরীরে বাসা বাঁধে মালদহ জেলার চাঁচলের পাঞ্চালি পাড়ার বাসিন্দা বছর ৪০ র মুন্না শেখের । তাঁর মুখ মণ্ডলের ডান চোয়াল জুড়ে ছড়িয়েছে ওই রোগ । রাজ্যের বাইরে গিয়েই করাতে হবে চিকিৎসা। আর তার জন্য প্রয়োজন বিপুল পরিমাণ অর্থের । নিতান্ত সাধারণ ওই পরিবারের পক্ষে ওই পরিমাণ অর্থ জোগাড় করা এক প্রকার অসম্ভব হয়ে পড়েছে। আর্থিক সহায়তার জন্য সকলের কাছে আবেদন জানিয়েছেন তাঁর পরিজনেরা।
জানা যায় , ওই পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি মুন্না। এলাকার একটি বাইকের শোরুমে মেকানিকের কাজ করতেন। বাড়িতে স্ত্রী ও
এক ছেলে ও এক মেয়ে রয়েছে। তাঁর অসুস্থ হওয়ার পর থেকে রোজগার বন্ধ । সংসার একপ্রকার অচল হয়ে পড়েছে।‌ এদিকে আবার চিকিৎসার জন্য বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন ।আর্থিক সহায়তার জন্য সকলের কাছে আবেদন জানানো হয়েছে ওই পরিবারের পক্ষ থেকে।
তাঁর স্ত্রী জলিনাজ বিবি বলেন,” আমার স্বামীর ক্যানসারে আক্রান্ত। তাঁর চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। কিন্তু আমাদের মতো সাধারণ পরিবারের পক্ষে ওই পরিমাণ অর্থ জোগাড় করা অসম্ভব। সকলের কাছে সহযোগিতা চাইছি।” মুন্নাবাবুর বাবা শেখ জমসেদ আলি বলেন,”আমার ছেলে মুন্না ক্যান্সারে আক্রান্ত। পাড়া প্রতিবেশী সহ আত্মীয়-স্বজনের কাছে সাহায্য নিয়ে তাকে চিকিৎসার জন্য মুম্বাইয়ে পাঠানো হয়েছে। চিকিৎসা চালানোর জন্য অর্থের প্রয়োজন। সকলের কাছেই সহযোগিতার আবেদন জানাচ্ছি।” মুন্না বাবুর বড় বৌদি রোজি বিবি বলেন ,” মোটরসাইকেলের মেকানিকের কাজ করে সংসার চালাত আমার দেওর মুন্না। প্রায় মাস ৬ আগে তার শরীরে ক্যান্সার রোগ ধরা পড়ে। গ্রামবাসীদের সাহায্য নিয়ে চিকিৎসার জন্য একদিন আগে তাঁকে মুম্বাইয়ে পাঠানো হয়েছে।তার চিকিৎসার জন্য বিপুল অর্থের প্রয়োজন। আমাদের মতো সাধারণ পরিবারের পক্ষে ওই পরিমাণ অর্থ জোগাড় করা সম্ভব নয়। সকলে সহযোগিতা করলে আমার দেওর জীবন ফিরে পাবে। আপনাদের চ্যানেলের মাধ্যমে সকলের কাছে আমরা এই আবেদনই জানাচ্ছে।