দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সন্ধ্যা হলেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বাড়ছে মদ্যপ অবস্থায় মটোর বাইক চলাচল। এই মদ্যপ অবস্থায় বাইক চলাচল রোদ করতে পথে নামলো বালুরঘাট থানার ট্রাফিক পুলিশ। এই মদ্যপ অবস্থায় বাইক চলাচল রোদ করতে পথ চলতি মানুষকে কে দাড় করিয়ে চালক দের মুখে অত্যাধুনিক মেশিন দ্বারা পরীক্ষা করে তাদের জড়িবানা করা হচ্চে বলে জানান ট্রাফিক অফিসার বৃথীসুন্দর সাহা।
শুধু জড়িবানা করে মদ্যপান রত বাইক চলাচল কি রোদ করা যাবে? প্রশ্ন বালুরঘাট বাসীর।।।।
Home রাজ্য উত্তর বাংলা সন্ধ্যা হলেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে বাড়ছে মদ্যপ অবস্থায় মটোর বাইক...