সারা ভারতবর্ষ ব্যাপী ধর্না ও ধর্মঘট ডাক বিভাগের কর্মীদের।

0
162

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- অল ইন্ডিয়া গ্রামীণ ডাক সেবকস ইউনিয়ন, ন্যাশনাল ইউনিয়ন অফ গ্রামীণ ডাক সেবকস সেন্ট্রাল হেডকোয়াটার ও বর্ধমান ডাক বিভাগ যৌথ উদ্যোগ ডাক বিভাগের কর্মীদের ধর্মঘট এবং ধর্না।আজ বর্ধমান শহরের বর্ধমান বিভাগীয় হেডকোয়ার্টার অফিসের সামনে এই ধর্মঘট করেন ডাক বিভাগে কর্মরত কর্মীরা। মূলত দাবিগুলো হলো, সিনিয়র জিডিএসদের অতিরিক্ত ইনক্রিমেন্ট দিতে হবে ১২, ২৪ এবং ৩৬বৎসর চাকরির পর, অবৈজ্ঞানিক ও অযৌক্তিক কোন টার্গেট দেওয়া চলবে না, বিভাগীয় আধিকারিক কোন গ্রামীণ ডাক সেবককে টার্গেট পূরণের জন্য চাপ দিতে পারবেন না ইত্যাদি। বিভাগীয় সম্পাদক রবিন কুমার বোস ক্যামেরার মুখোমুখি হয়ে বলেন, বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গোটা ভারতবর্ষ জুড়ে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের যে গ্র্যাচুইটি তা দেড় লক্ষ টাকা আছে সেটিকে বাড়াতে হবে। এই বিষয়ে আমরা অনেকবার মিটিং করেছি কোন রকম কিছু করা হয়। তাই আজ আমরা এই বিভাগীয় দপ্তরের সামনে বিক্ষোভ দেখাছি।