জেলা নেতৃত্বদের নিয়ে জেলা পদাধিকারী কর্মী সভার আয়োজন করলো মালদা জেলা কংগ্রেস।

0
226

নিজস্ব সংবাদদাতা, মালদা,৪ ফেব্রুয়ারি : আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে জেলা নেতৃত্বদের নিয়ে জেলা পদাধিকারী কর্মী সভার আয়োজন করলো মালদা জেলা কংগ্রেস।
শনিবার দুপুরে মালদা বিপিন বিহারী টাউনহলে সভার আয়োজন করা হয়। ইতিমধ্যে দাঁড়ানোর মাটি খুঁজে পেয়েছে কংগ্রেস। সাগর দিঘির উপনির্বাচনে তৃণমূলের আসন ছিনিয়ে নেয় কংগ্রেস।
এরপর অনেকটাই মনোবল চাঙ্গা হয় কংগ্রেসের নেতাকর্মীদের।
আর কদিন বাদে ত্রিস্তর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের ঢাকে কাঠি পড়তে চলেছে।
মালদা জেলা, কংগ্রেসের মাটি বলে পরিচিত। বিগত দিনে নির্বাচনে ফল খারাপের ফলে ভরাডুবি হয়েছিল কংগ্রেসের।
তাই আসন্ন গ্রাম পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করার লক্ষ্যে জেলা কংগ্রেস নেতৃত্বদের নিয়ে জেলা পদাধিকারী কর্মী সভার আয়োজন করা হয়।
উপস্থিত ছিলেন, দক্ষিণ মালদা কেন্দ্রের সাংসদ তথা কংগ্রেসের জেলা সভাপতি আবু হাশেম খান চৌধুরী, কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী, ভূপেন্দ্রনাথ হালদার, কালী সাধন রায় সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেস নেতা ইশা খান চৌধুরী বলেন, গ্রাম পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে জেলা পদাধিকারী কর্মী সভার আয়োজন করা হয়। সুষ্ঠুভাবে নির্বাচন করার লক্ষ্যে আদালতের দ্বারস্থ হবেন তারা। নির্বাচন পরিচালনা করার জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি করা হয় দলের পক্ষ থেকে বলে জানান তিনি।