মহারানী গায়েত্রী দেবী মহাবিদ্যালয়কে নতুন গড়ার সিদ্ধান্ত নিলো হ্যারিটেজ কমিটি।

0
283

কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: ২০১৭ সালে ভেঙে পড়া মহারানী গায়েত্রী দেবী মহাবিদ্যালয়কে নতুন করার সিদ্ধান্ত নিলো হ্যারিটেজ কমিটি। এদিন একথা জানালেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান তথা হ্যারিটেজ কমিটির সদস্য
কোচবিহার পৌরসভা চেয়ারম্যান তথা হ্যারিটেজ কমিটির সদস্য রবীন্দ্রনাথ ঘোষ।

এদিন এবিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবীন্দ্রনাথ ঘোষ জানান,২০১৭ সালে ঝড় ভেঙে পড়া মহারানী গায়েত্রী দেবী মহাবিদ্যালয়। সেই মহাবিদ্যালয়কে ভেঙে চারতলা বিশিষ্ট বিল্ডিং করা হবে বলে সিদ্ধান্ত হয় হ্যারিটেজ কমিটির বৈঠকে। সেই বিল্ডিং নিচের তলায় মহারানী গায়েত্রী দেবী মহাবিদ্যালয়, দ্বিতল থাকবে আর্ট গ্যালারি,তিন তলায় নাট্য চর্চা কেন্দ্র এবং চতুর্থ তলায় থাকবে একটা অডিটোরিয়াম। যা নিয়ে ইতি মধ্যে হেরিটেজ কমিটির সঙ্গে কোচবিহার পৌরসভার বৈঠক হয়। সেখানে ভেঙে পড়া বিল্ডিং ২৫ ফিট জায়গা জুড়ে রয়েছে। বাকি আরও ২৫ ফিট জমি দরকার সেই জমি দেওয়ার সিদ্ধান্ত নেন কোচবিহার পৌরসভা।