খড়গপুর পৌরসভায় এক ব্যবসায়ীকে হুমকি দিয়ে বইমেলায় টাকা চাওয়ার অভিযোগ, অভিযোগ অস্বীকার করে পাল্টা তদন্তের দাবি।

0
250

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভায় গত ৩রা ফেব্রুয়ারি খড়গপুর শহরের ব্যবসায়ী অজয় বাকলি অভিযোগ জানিয়েছিলেন তৃণমূল নেতা দেবাশীষ চৌধুরী ওরফে মুনমুন তাকে পুরসভায় অকথ্য গালিগালাজ ও মারধর করেছেন। অজয় বাবুর দাবি অনুযায়ী খড়গপুর বইমেলার জন্য পাঁচ লক্ষ টাকা চাঁদা না দেওয়ার ফলেই এই ঘটনা। পুরসভায় হওয়া ঘটনার সঙ্গে বইমেলার নাম জড়ানোর চেষ্টা তীব্র প্রতিবাদ করেন খড়গপুর বইমেলা কমিটির সদস্যরা। খড়গপুর বইমেলা কমিটির সম্পাদক মুনমুন বলেন যে ব্যবসায়ী এই অভিযোগ জানিয়েছেন তিনি অতীতেও বিভিন্ন ব্যক্তির নামে এই ধরনের অভিযোগ জানিয়েছেন যেগুলি পরবর্তীকালে ভুয়া প্রমাণিত হয়েছে। খড়গপুর বইমেলার সঙ্গে শহরের বিশিষ্ট জনেরা যুক্ত। খড়গপুর বইমেলাকে ওই ব্যবসায়ী কালিমালিপ্ত করেছেন। এই ঘটনায় বিশিষ্টজনেরা অপমানিত এবং ক্ষুব্ধ।এটা ওদেরও অপমান করা। মুনমুন বলেন আমি ইতিমধ্যেই খড়গপুর টাউন থানায় অভিযোগ জানিয়েছি এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছি।