পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগের উদ্যোগে বনবান্ধব উৎসব ২০২৩ রবিবার সূচনা হলো মেদিনীপুর শহর লাগোয়া গোবগড় ইকোপার্ক প্রাঙ্গনে।এইদিন এই বনবান্ধব উৎসব ২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন জলসম্পদ অনুসন্ধান উন্নয়ন দপ্তর ও পরিবেশ দপ্তরের মন্ত্রী ড. মানস রঞ্জন ভূঁইয়া, বনদপ্তর এর প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা, পঞ্চায়েত প্রতিমন্ত্রীর শিউলি সাহা উপভোক্তা বিষয়ক প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতো বিধায়ক উত্তরা সিংহ হাজরা, অজিত মাইতি, দিনেন রায়, জুন মালিয়া, ডাবলু বি এফ ডিসিএল এর চেয়ারম্যান তপন দাশগুপ্ত, জেলাশাসক খুরশিদ আলী কাদ্রি জেলা পুলিশ সুপার দীনেশ কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা।