পথ পশুদের ওপর মানসিক এবং শারীরিক করতে অত্যাচারের প্রতিবাদে পদযাত্রা।

0
148

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান সোসাইটি ফর অ্যানিমেল ওয়েলফেয়ার ও হিমালয়া ওয়েলনেসের যৌথ উদ্যোগে আজ বর্ধমান শহরের বোরহাট মোড় থেকে টাউন হল পর্যন্ত পশুদের ওপর শারীরিক এবং মানসিক অত্যাচারের প্রতিবাদে পদযাত্রা করা হয়। প্রায় সই আমরা দেখতে পাই বিভিন্ন সময় পথ পশুদের ওপর অজান্তেই আমরা সাধারণ মানুষ শারীরিক বা মানসিকভাবে অত্যাচার করে থাকি। মূলত মানুষকে সচেতন করতেই আজকের এই পদযাত্রা। সামনেই হোলি আমরা প্রায়সই দেখতে পাই হোলি খেলার সময় আমরা রং পথ পশুদের ওপর দিয়ে ফেলি। বর্ধমান সোসাইটি অ্যানিমেল ওয়েলফেয়ারের সদস্য অর্ণব দাস বলেন, মূলত আজকের এই পদযাত্রা বলতে পারেন আমাদের একটা অ্যাওয়ারনেস ক্যাম্প। সামনেই আসছে হোলি আমরা প্রতিবছর দেখতে পাই হোলির সময় আমরা পথ পশুদের উপর রং দিয়ে থাকি। এই রংয়ের বাজে কেমিক্যাল এর জন্য অনেক সময় দেখা যায় পথ পশুদের বিভিন্ন রকম রোগ। মূলত মানুষকে সচেতন করতেই আজকের এই পদযাত্রা আমরা করছি। এবছর প্রথম আমরা করছেই পদযাত্রা এরপর থেকে প্রতিবছরই এইরকম পদযাত্রা আমরা করব।