পথ পশুদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে পদযাত্রা বর্ধমানে।

0
139

নিজস্ব সংবাদদাতা, বর্ধমানঃ আর কয়েকটা দিন পর সকলে মেতে উঠবে রং ও আবির খেলায়। রং,আবির যেন পথ পশুদের আতঙ্কের না হয় এ নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নামলো বর্ধমান সোসাইটি ফর অ্যানিমাল ওয়েলফার এবং হিমালয়া ওয়েলমেস।আজ বর্ধমান শহরে পথ পশুদের ওপর শারীরিক ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে পদযাত্রা অনুষ্ঠিত হল।পশুপ্রেমী সংস্থার কর্মকর্তারা বলেন,দোল এবং হোলির সময় পথ পশুদের গায়ে রং ও আবির না দেওয়ার বলেন। হোলির রঙে নানা ধরনের রাসায়নিক পদার্থ থাকে। কুকুর সহ অন্য পশুদের গায়ে রং দিলে তারা সেই রং তুলতে পারে না।এর ফলে তাদের চামড়ার সমস্যা দেখা দেয়।সারা বছর তাদের ভুগতে হয়। গায়ে রং থাকলে সেই রং তাদের পেটে চলে যেতে পারে।এর ফলে শুরু হতে পারে বিষক্রিয়া।