ফালাকাটার বিভিন্ন প্রান্তে দোলের পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা।

0
194

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বসন্ত উৎসবে রঙ না খেলে কি থাকা যায়। তাই এবার চুটিয়ে রঙ খেলার জন্য প্রস্তুত অনেকেই। অন্যদিকে ফালাকাটার বিভিন্ন প্রান্তে পসরা সাজিয়ে বসে আছেন বিক্রেতারা।দোলের জন্য বাজার ছেয়ে রয়েছে বিভিন্ন রঙের আবিরে। দোলের জন্য গোলাপী, লাল, সবুজ, কমলা, হলুদ সহ বিভিন্ন আবির যেমন রয়েছে তেমনি রয়েছে খেলার নানান রঙ। শুধু রঙ বা আবির নয়, রয়েছে বিভিন্ন ধরণের মুখোশ, পিচকারি, চশমা, টুপি। তবে আবির ও রঙ দুইয়ের চাহিদা রয়েছে। তবে হাইজিন নিয়ে মানুষ সচেতন হওয়ায় হারবাল প্রোডাক্ট বা আবিরের চাহিদা তুলনামূলক বেশি বলে দাবি বিক্রেতাদের। গত দুবছর দোলের সময় বাঁধ সেধেছিল করোনা। তাই এবার লক্ষ্মীর আশায় পসরা সাজিয়ে বসেছেন রং বিক্রেতারা। বিক্রি আরও বাড়বে বলে আশাবাদী তারা।