রবিবাসরীয় দিনে এক রঙিন ছবি ধরা পড়লো আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে।

0
308

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বসন্ত এলেই রঙের আবেশে নেচে ওঠে বাঙালি মন। দিকে দিকে শুরু হয় রঙের উৎসব পালনের প্রস্তুতি।কোথাও বা দোল পূর্ণিমার পূন্য লগ্নে আবার কোথাও বাঙালি ডুব দেয় আগাম হোলিতে। রবিবাসরীয় দিনে তেমনই এক রঙিন ছবি ধরা পড়লো আলিপুরদুয়ারের ফালাকাটা শহরে।শহরের বাবুপাড়া এলাকার মহিলা ও কচিকাঁচারা মেতে উঠলেন বসন্ত উৎসবে।শহুরে এলাকায় নগরায়নের জেরে আজ প্রায় উধাও শিমূল-পলাশরা।কিন্তু তাই বলে রাঙিয়ে দিতে ক্ষতি কী? সারা বছর ধরে হেঁসেল সামাল দিয়ে একটা দিনকে রঙিন করে তুলতেই ওই প্রয়াস বলে দাবি প্রমীলা উদ্যোক্তাদের। বাসন্তিক গান, নাচ, আলপনায় চারদিক রাঙিয়ে দিয়ে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা।যা শহরের নানা দিক প্রদক্ষিণ করে।বসন্ত যে এসে গেছে তা জানান দিতে নাই বা থাকলো কোকিলের কুহুতান, তবুও একটা দিন ওঁরা কাটালেন একটু অন্য ভাবে।