জটেশ্বর তিন নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ে বসন্ত উৎসব পালন করলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা।

0
235

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- জটেশ্বর তিন নম্বর অতিরিক্ত প্রাথমিক বিদ্যালয়ের কচিকাঁচাদের নিয়ে বসন্ত উৎসব পালন করলো বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। রীতিমতো নাচ গান করে নানান রঙের আবীর মেখে বসন্ত উৎসব পালিত হলো। সোমবার ওই বিদ্যালয়ের পড়ুয়া শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক সহ সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বসন্ত উৎসবের সূচনা করা হয়। এরপর বিদ্যালয় প্রাঙ্গণে রবীন্দ্র সংগীত গানের তালে বসন্ত উৎসবে নৃত্য পরিবেশন করে বিদ্যালয়ের পড়ুয়ারা। বসন্ত উৎসব উপলক্ষে, এদিন বিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষক শিক্ষিকারা সুন্দর করে বিদ্যালয় প্রাঙ্গণ সাজিয়ে তোলে। বিভিন্ন রঙের আবির, হাতে তৈরি করা প্ল্যাকার্ড ও কাপড় দিয়ে বসন্তের রঙে সাজিয়ে তোলা হয় বিদ্যালয়ের মঞ্চ। সেখানেই নাচ গান সহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন পড়ুয়ারা।