নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ‘দশের ডাকে’ নামে রানাঘাটে একটি সংস্থার উদ্যোগে সোমবার সন্ধ্যায় আয়োজিত হল ন্যাড়াপোড়া ও বসন্ত বরণ অনুষ্ঠান। গ্রামবাংলায় প্রায় লুপ্ত হতে বসেছে দোলের আগের দিন ন্যাড়াপোড়ার প্রচলন। গ্রাম বাংলার সেই লুপ্তপ্রায় সংস্কৃতিকে ধরে রাখতে ন্যাড়াপোড়ার আয়োজন করল ১০ নম্বর ওয়ার্ডের” দশের ডাকে” নামে একটি সংস্থা। একইসঙ্গে আয়োজিত হয় বসন্ত বরণ উৎসব। পরিবেশিত হয় সংগীত নৃত্য আবৃত্তি।
Home রাজ্য দক্ষিণ বাংলা ‘দশের ডাকে’ নামে রানাঘাটে একটি সংস্থার উদ্যোগে সোমবার সন্ধ্যায় আয়োজিত হল ন্যাড়াপোড়া...