যাদের মা বাবা নেই ঠিক তাদের পাশে দাঁড়ালেন মালদার মানিকচক থানার সিভিক ভলেন্টিয়ার রিমা খাতুন।

0
142

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—মানিকচকে জীবে প্রেম করিছে যে জন সেই জন সেবিছে ঈশ্বর। দরিদ্র অবহেলিত মানুষের পাশে রিমা খাতুনকে সর্বদা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এবারে দেখা গেল অন্য চিত্র। যারা অনাথ অর্থাৎ যাদের মা বাবা নেই ঠিক তাদের পাশে দাঁড়ালেন মালদার মানিকচক থানার সিভিক ভলেন্টিয়ার রিমা খাতুন। জানা গেছে মালদার মানিকচকের শেখপুরা ও লক্ষ্মীপুর এর মাঝামাঝি এলাকায় অনাথ ও অসহায় শিশুদের পড়াশোনা ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করছেন শেখ ইমরান। জানা গেছে সেখানে প্রায় ৭০-৮০ জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। তাদের মধ্যে প্রায় ১০ জন অনাথ, ও বাকিরা অসহায় ও দরিদ্র পরিবারের। উক্ত শিক্ষা প্রতিষ্ঠান এক অনাথের পাশে খাদ্য ও বস্ত্র সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালেন সিভিক ভলেন্টিয়ার রিমা খাতুন। পাশাপাশি সমস্ত ছাত্রীদের মুখ মিষ্টি করালেন করলেন। উক্ত শিক্ষা প্রতিষ্ঠান কর্ণধার শেখ ইমরান রিমা খাতুনকে ধন্যবাদ জানিয়েছেন পাশে থাকার জন্য। পাশাপাশি ইমরান বাবু জনগণের কাছে অনুরোধ করেছেন এলাকায় এমন অনাথ অসহায় ছাত্রী থাকলে তার শিক্ষা প্রতিষ্ঠানে তিনি পড়াবেন খাওয়া-দাওয়ার ব্যবস্থা করবেন। হৃদয়বান ব্যক্তিদের সহযোগিতা কামনা করেছেন ইমরান বাবু।