নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —-তৃনমূল করতে হলে এক চটিতে বসতে হবে’বুথ কমিটির মিটিং থেকে দলের কর্মীদের উদ্দেশ্যে হুংকার দিয়ে বললেন অঞ্চল সভাপতি সুধীর দাস।মাস দুয়েক পরেই রয়েছে ত্রি স্তর পঞ্চায়েত নির্বাচন।রাজনৈতিক ময়দানে নেমে পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল।বুথে বুথে চলছে ভোট প্রস্তুতি।বিজেপি,কংগ্রেস ও সিপিআইএম কে পঞ্চায়েত নির্বাচনে উৎখাত করার শপথ নিয়ে বুধবার হরিশ্চন্দ্রপুর-১ নং ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের হুসেনপুর বুথে গঠন করা হল তৃনমূলের বুথ কমিটি।এদিন ওয়ারী-হুসেনপুর প্রাথমিক বিদ্যালয়ে বুথ কমিটির মিটিং এ উপস্থিত ছিলেন কুশিদা ‘বি’ অঞ্চল সভাপতি সুধীর দাস,সহ সভাপতি দিলসাদ রাজা,অঞ্চল চেয়ারম্যান ফিরোজ আলম,ব্লক কমিটির সদস্য অলোক পদ্দার ও পঞ্চায়েত সদস্যা আরোধনা সরকার সহ হুসেনপুর বুথের প্রায় পাঁচ শতাধিক মানুষ।সকলের সর্বসম্মতিতে গঠন করা হয় বুথ কমিটি ও প্রার্থীদের নাম নির্বাচিত করা হয়।
অঞ্চল সভাপতি সুধীর দাস জানান,গত ১ মার্চ হুসেনপুর বুথে দিনের আলোতে তিন শতাধিক
মানুষের উপস্থিতিতে কমিটি গঠন করা হয়েছিল।দলেরই কয়েকজন কর্মী বিধায়ক নিহার রঞ্জন ঘোষ ও পি কে টিমের কাছে মিথ্যা অভিযোগ করে জানান যে রাতের অন্ধকারে বুথ কমিটি গঠন করা হয়েছিল।বিধায়কের নির্দেশে এদিন দ্বিতীয়বারের জন্য আবার বুথ কমিটি গঠন করা হল।অভিযোগকারী ইমরান হোসেন,সাদ্দাম আলি,জুনেদ আলি,লিটন আলি ও রেজো আলীকে এদিনের মিটিং এ আসার জন্য বারবার ফোন করা হলেও তারা কেউ মিটিং এ উপস্থিত হয়নি।তারা অন্য জায়গায় মিটিং ডেকে কিছু লোকজনকে নিয়ে গন্ডগোল পাকানোর জন্য চেষ্টা করছিল।দলে থেকে তারা বিরোধীদের মতো কাজ করে চলেছে।
অভিযোগকারীদের সঙ্গে যোগাযোগ করা
হলে এ বিষয়ে তারা সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাইনি।