পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বসন্ত উৎসব ২০২৩।

0
155

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ওই জোৎস্নামাখা বসন্তের আঙিনায়, ফুটেছে পলাশ সুন্দরী দোল পূর্ণিমায় |
ঋতুরাজ বসন্ত আনলো একরাশ খুশি,
আগুন রঙা পলাশ ফুটেছে রাশি রাশি |

দিকে দিকে আনন্দের সাথে পালিত হচ্ছে বসন্ত উৎসব। নানান রঙের আবির মন ছুঁয়ে যাচ্ছে আপামোর বাঙালীর। করোনার সেই করাল গ্রাস থেকে কিছুটা সস্তি পেয়ে সাধারণ মানুষে দোলের রং গায়ে মেখে রঙিন।সেই মর্মে আজ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় বর্ধমান শহরের সিধু কানু প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব ২০২৩। নাচে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠান মঞ্চ। আজই বসন্ত উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা, বর্ধমান সদর উত্তর মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, বর্ধমান সদর দক্ষিণ তীর্থঙ্কর বিশ্বাস, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল।