বসন্ত উৎসব কে সামনে রেখে বালুরঘাটে আয়োজিত বালুরঘাট বসন্ত উৎসব ২০২৩।

0
239

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বসন্ত উৎসব কে সামনে রেখে বালুরঘাটে আয়োজিত বালুরঘাট বসন্ত উৎসব ২০২৩। বালুরঘাট টাউন ক্লাব মাঠে অর্পণ ফাউন্ডেশন আয়োজিত এই বসন্ত উৎসব ভারত বাংলাদেশের মিলন উৎসবে পরিণত হয়েছিল। এদিন এই বসন্ত উৎসব ঘিরে বিভিন্ন বিশিষ্ট মানুষদের হাতে অর্পণ সম্মান তুলে দেওয়া হয়। যে সম্মান প্রাপকদের তালিকায় ছিলেন বঙ্গরত্নপ্রাপ্ত সমাজসেবী অমূল্য রতন বিশ্বাস, বাংলাদেশ হাকিমপুর উপজেলার সহসভাপতি হারুন উল রশিদ, বিশিষ্ট শিক্ষাবিদ নবকুমার দাস, শিল্পী মৃণাল চক্রবর্তী, কবি অমল বসু। এদিন বাংলাদেশের প্রতিনিধির উপস্থিতিতে এই অনুষ্ঠান ভারত বাংলার মিলন উৎসবে পরিণত হয়। এই অনুষ্ঠান ঘিরে সকলের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

ভাষণ হারুন উল রশিদ সহ-সভাপতি হাকিমপুর উপজেলা