বাঁকুড়ার তিলুড়ী তে জমজমাট বসন্ত উৎসব।

0
170

সুদীপ সেন, বাঁকুড়া:-  রঙের উৎসব দোল আর হোলি।
ফাল্গুন মাস মানেই শিমুল, পলাশ আর রং বেরঙের ফুলের সমারোহ।
এই সময়ই রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের বসন্ত উৎসব অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান কে ছাপিয়ে বর্তমানে সর্বাধিক জনপ্রিয়তা লাভ করেছে।

শান্তিনিকেতনের গণ্ডি ছাড়িয়ে বর্তমানে গ্রামে গঞ্জে মহা সমারোহে পালিত হচ্ছে বসন্ত উৎসব।

বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে দোল যাত্রার দিন সকালে মহানন্দে পালিত হলো বসন্ত উৎসব।

বাঁকুড়া জেলার তিলুড়ী গ্রামে এই উৎসব একটি অন্য মাত্রা পায়।
ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে থেকে সংস্কৃতি প্রেমী সমস্ত মানুষজন এতে গভীর উৎসাহে যোগদান করে।

বসন্তের নৃত্য ও গীতে জমজমাট একটা সকাল কখন পেরিয়ে যায়।

তিলুড়ী শিল্পী গোষ্ঠী, শিশু বিকাশ সংঘ, রামধনু গোষ্ঠী এই বৎসরের বসন্ত উৎসব কে রঙিন করে তোলে।