আবদুল হাই, বাঁকুড়াঃ সারা ভারতবর্ষ জুড়ে আজ আর কাল দোল উৎসব আর হোলি খেলা। হোলি উৎসব এখন ভারত বর্ষ ছাড়িয়ে বিশ্বের প্রায় অনেক দেশে ঢুকে পড়েছে।। বসন্তে লাল নীল হলুদ সবুজ বিভিন্ন রঙের আবিরে প্রিয়জনদের রাঙিয়ে তোলার মধ্যে অসীম আনন্দ আছে। হোলি এখন শুধু হিন্দু সম্প্রদের উৎসব নয়, এটা শুধু খেলা নয়, এক মহা মিলন, মানব মিলন। সকল সম্প্রদায়ের মিলন মেলা। তারই এক অপূর্ব নজির দেখা গেল বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের সিমুলিয়া গোবিন্দপুর গ্রামে। বসন্তের প্রকৃতি যেমন নানা রঙের ফুলে রঙিন। প্রকৃতিতে রং লাগার সঙ্গে সঙ্গে মানুষের হৃদয়ে রং লাগে। সিমুলিয়া গোবিন্দপুর গ্রামে হিন্দু- মুসলিম সকল সম্প্রদায়ের কচিকাঁচারা ঋতুরাজ বসন্তের হোলি উৎসবে মেতে উঠেছে লাল, নীল, হলুদ, সবুজ আবিরে। ধর্ম এখানে বড় কথা নয়, কোন ধর্মের এখানে বাধা নেই। ভারতবর্ষ তো ধর্মনিরপেক্ষ দেশ। তাই সকল সম্প্রদায়ের মানুষ হোলি খেলার আনন্দে আত্মহারা, একসাথে।সিমুলিয়া গোবিন্দপুর গ্রামের এই মহামিলন, হিন্দু মুসলিম ঐক্যের নজির সকলকে মুগ্ধ করেছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা হিন্দু মুসলিম সম্প্রদায়ের কচিকাঁচারা ঋতুরাজ বসন্তের হোলি উৎসবে উঠলো লাল,নীল সবুজ হলুদ...