অবৈধ কাটিং তেলের গোডাউনে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য কোলাঘাটের নোনাচক গ্রামে।

0
223

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- গ্রামের ভিতরে প্রশাসনের নজর এড়িয়ে কাটিং তেলের ব্যবসা চালিয়ে যেত কিছু অসাধু ব্যক্তি, সেই কাটিং তেলের গোডাউনে বিধ্বংসী আগুন ঘটনায় গুরুতর আহত এককর্মী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে,
জানা গিয়েছে কোলাঘাট ব্লকের নোনাচক গ্রামে একটি পেট্রল ডিজেলের গোডাউনে হঠাৎ ই আগুন লেগে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় ।প্রাথমিক অনুমান সিগারেটের আগুন থেকে আগুন লাগে গোডাউনে।এই ঘটনায় একজন জখম হয়।বেশ কিছু অংশ পুড়ে যায়।ঘটনাস্থলে দমকলের ২ টি ইঞ্জিন ও কোলাঘাট থানার পুলিশ আসে।আসেন তমলুকের এস ডি পি ও সাকিব আহমেদ। আগুন এই মুহুর্তে কিছুটা নিয়ন্ত্রনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে গ্রামের ভিতরে একটি বাড়ির সামনেই সুকদেব প্রামানিকের অবৈধ তেল কাটিং এর ব্যবসা। আর সেই তেলের গোডাউনে আর সকালে প্রায় ১২ খানার ড্রাম আছে বলে স্থানের সূত্রে খবর সেখানে কাজ করছিল এক যুবক। তখনই কোন কারণে আগুন লাগে আগুনে ভস্মীভূত হয়ে যায় পুরো গোডাউন ও একটি মোটর বাইক। ওই কর্মী গুরুতর আহত হয় তাকে স্থানীয় কোলাঘাট হাসপাতালে ভর্তি করা হয়।