নৃত্যাঙ্গন নাট্য গোষ্ঠীর উদ্যোগে বসন্ত উৎসব পালন।

0
318

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- আগে আমরা জানতাম দোল মানেই শান্তিনিকেতন। কিন্তু এখন শান্তিনিকেতনের আদলে জেলার বিভিন্ন প্রান্তে পালন করা হচ্ছে এই বসন্ত উৎসব। তাই আজ বীরভূম জেলার দুবরাজপুরের নৃত্যাঙ্গন নাট্য গোষ্ঠীর উদ্যোগে দুবরাজপুরের পাহাড়েশ্বরে বসন্ত উৎসব পালন করা হয়। এই বসন্ত উৎসব উপলক্ষে পাহাড়েশ্বর শিব মন্দিরের নাটশালায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন নৃত্যাঙ্গন নাট্য গোষ্ঠীর সমস্ত নৃত্য শিল্পীদের নিয়ে নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রথমে দুবরাজপুরের চৌধুরীপাড়া থেকে শুরু নৃত্য করতে করতে দুবরাজপুর শহর পরিক্রমা করে তারপর দুবরাজপুরের পাহাড়েশ্বর শিব মন্দির পৌঁছায় নৃত্যাঙ্গন নাট্য গোষ্ঠীর ছাত্রীরা। এদিন পাহাড়েশ্বর শিব মন্দিরের নাটশালায় নৃত্য পরিবেশন করে ছাত্রীরা। সবশেষে রাঙিয়ে দিয়ে যাও গানের মধ্য দিয়ে আবির খেলায় মেতে ওঠেন নৃত্যাঙ্গন নাট্য গোষ্ঠীর ছাত্রীরা এবং অভিভাবক ও অভিভাবিকারা। নৃত্যাঙ্গন নাট্য গোষ্ঠীর কর্ণধার তথা নৃত্য প্রশিক্ষক বিশ্বজিত দত্ত জানান, আমরা ছয় সাত বছর ধরে এই অনুষ্ঠান করে আসছি। শুধুমাত্র করোনা অতিমারির জন্য দুবছর বন্ধ ছিল। তবে আজকের অনুষ্ঠানে সকলে মিলে আনন্দ উপভোগ করেছে।