কোচবিহার, নিজস্ব সংবাদদাতা: আগামীকাল ১০ মার্চ শুক্রবার ২৪ ঘন্টার ধর্মঘটের ডাক দিল সংগ্রামী যৌথ মঞ্চ ও যৌথ মঞ্চ। এদিন ওই বনধকে সফল করতে বৃহস্পতিবার বিকেলে মহামিছিল বের করেন। এদিন কোচবিহার শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে ওই মহামিছিল বের হয়। তারা কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। জানা গেছে,আগামীকাল ২৪ ঘন্টার ধর্মঘটের জেরে রাজ্যের সমস্ত সরকারি, অফিস,আদালত, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে দাবি করেন ওই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়করা।
তাদের দাবি,পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, আদালত কর্মী,পৌর কর্মী,পঞ্চায়েত কর্মীদের মহামান্য উচ্চ আদালতের রায়কে মান্যতা দিয়ে এআইসিপিআই অনুযায়ী অবিলম্বে সমস্ত বকেয়া ডিএ প্রদান করতে হবে। স্কুল,শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্ম ক্ষেত্রে স্বচ্ছভাবে সমস্ত শূন্য পদে স্থায়ী নিয়োগ করতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি কর্মক্ষেত্রে কর্মরত অস্থায়ী কর্মীদের যোগ্যতা বজায় রেখে নিয়মিতকরণ করার দাবিকে সমানে রেখে এদিন তারা কোচবিহার শহরে মহা মিছিল বের করেন। এবং ধর্মঘটকে সফল করার আহ্বান জানান সাধারণ মানুষ ও সরকারি কর্মচারীদের বলে জানা গেছে।