পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনায় কৃষক মৃত্যু ঘটনা ঘটার পরেই মৃত কৃষকের বাড়িতে ব্লক প্রশাসনের আধিকারিক থেকে শুরু করে তৃণমূলের প্রতিনিধি দল,এইদিন মৃতের পরিবারের সাথে কথা বললেন এমনকি রাজ্য সরকারের সমস্ত প্রকল্প, সুযোগ-সুবিধে দেবার আশ্বাস দেন তারা, সমবেধী প্রকল্পের আর্থিক টাকা ও তুলে দেন এই দিন। জানায়ায় চন্দ্রকোনা দু’নম্বর ব্লকের ভগবানবাটি গ্রামের বাসিন্দা তাপস রুইদাস গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে, যদিও মৃতের পরিবারের দাবি আলু চাষে ক্ষতির আশঙ্কা করেই এই আত্মহত্যা। তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে পারিবারিক অশান্তির জেরেই ওই কৃষকের মৃত্যু হয়েছে, কৃষক মৃত্যুর ঘটনা ঘটার পরেই খবর পেয়ে বৃহস্পতিবার মৃত কৃষকের বাড়িতে যান চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের বিডিও অমিত ঘোষ, যুগ্ম বিডিও অভিজিৎ পড়িয়া সহ ব্লক প্রশাসনের একাধিক আধিকারিকরা অপরদিকে ওই দিনই চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরুপ ধাড়ার নেতৃত্বেও এক প্রতিনিধি দল গিয়ে ওই পরিবারের সঙ্গে দেখা করে আসেন। এই দিন পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন তৃণমূল নেতৃত্ব।
Home রাজ্য উত্তর বাংলা চন্দ্রকোনায় কৃষক মৃত্যু ঘটনা ঘটার পরেই মৃত কৃষকের বাড়িতে ব্লক প্রশাসনের আধিকারিক...