ডিএসএ ক্লাবের উদ্যোগে বসন্ত বৈঠকের আয়োজন দুবরাজপুরে।

0
316

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- বসন্তের সুন্দর বহিঃপ্রকৃতিই বোধ হয় আমাদের অন্তঃপ্রকৃতিকে সব কিছু রাঙিয়ে তোলার প্রেরণা দেয়। তার পথপ্রদর্শক তো স্বয়ং রবীন্দ্রনাথ। তাই সমাজ ও মনন বর্ণময় ক’রে তুলতে সংস্কৃতির বিকল্প নেই। সেটা উপলব্ধি ক’রেই বসন্ত বৈঠকের উদ‍্যোগ নিয়েছে বীরভূম জেলার দুবরাজপুরের ডিএসএ ক্লাব। আগে আমরা জানতাম দোল উৎসব মানেই শান্তিনিকেতন। কিন্তু শান্তিনিকেতনে যাওয়ার সে রকম সুযোগ হয় না অনেকের। তাই শান্তিনিকেতনের আদলে কচিকাঁচাদের নিয়ে নৃত্য, সঙ্গীত, কবিতা ও আবৃত্তির মাধ্যমে বসন্ত বৈঠকের আয়োজন করল দুবরাজপুরের ডিএসএ ক্লাব। তারপর রাঙিয়ে দিয়ে যাও গানের তালে তালে সারদা ময়দানে সকলে আবির খেলায় অংশগ্রহণ করেন। উল্লেখ্য, ডিএসএ ক্লাব বিভিন্ন রকম সমাজসেবা মূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকে। এমনকী বাচ্চাদের নিয়ে খেলাধূলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে থাকে। এদিন উপস্থিত ছিলেন দুবরাজপুর শহরের মহিলারা এবং ডিএসএ ক্লাবের সদস্যরা। ডিএসএ ক্লাবের সদস্য সৌরভ মণ্ডল জানান, আমাদের ক্লাবের পক্ষ থেকে প্রথমবার বসন্ত বৈঠকের আয়োজন করেছি। আমরা জানি বীরভূম মানেই বসন্ত উৎসবের ধাত্রীভূমি। আমরা শান্তিনিকেতনের এক টুকরো ছোঁয়া দুবরাজপুরে আনতে চলেছি। আমাদের ক্লাব খেলাধূলা, শরীরচর্চা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপরই বেশি জোর দেয়।