প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – ঘটনাটি ঘটে পাঁচপাড়া পঞ্চায়েতের অন্তর্গত পাঁচপাড়া এলাকায়। পাঁচপাড়া ফুটবল ক্লাবের কমিটি নির্বাচন চলছে পুলিশের নজরদারিতে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে এই ক্লাবটি বয়স প্রায় 80 বছর 10 মাস আগে ক্লাবের সেক্রেটারির এবং তার কমিটি ইস্তফা দিয়ে দেয় তারপর ক্লাবের নিয়ম অনুযায়ী তিন মাস কেয়ারটেকার চালাতে পারে কিন্তু তারা আরো ৯ মাস এই কেয়ারটেকার নিয়েই ক্লাব পরিচালনা করেছেন। কিন্তু অবশেষে ক্লাব সকল সদস্যের ভোটের মাধ্যমে নির্বাচিত কমিটির জন্য এই ভোট প্রক্রিয়া করছেন। ক্লাবের যত সদস্য ছিলেন সকলেই লাইন দিয়ে ভোট দিয়েছেন এবং এই ভোট যাতে শান্তি-শৃঙ্খলায় হয় তার জন্য নাজিরগঞ্জ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ মোতায়ন করা আছে। মোট 11 জনের কমিটি গঠন হবে, দুই পক্ষ ১১ জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার সঙ্গে একজন নির্দলে দাঁড়িয়েছেন। মোট 23 জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। সকাল থেকে ভোট শুরু হয়েছে বিকাল ৫টা পর্যন্ত ভোট চলবে তারপর গণনা শুরু হবে এবং আজকেই তার ফলাফল ঘোষিত হবে। মোটের উপর শান্তিপূর্ণভাবেই এই ক্লাবের ভোট দান প্রক্রিয়া চলছে।
Home রাজ্য দক্ষিণ বাংলা ফুটবল ক্লাবের কমিটি নির্বাচনের পুলিশি তৎপরতা তুঙ্গে যাতে কোন বিশৃঙ্খলা সৃষ্টি না...