নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ– শুক্রবার সকালে শিশুদের স্কুল গুলো অধিকাংশ ফাঁকা লক্ষ্য করা গেছে, এর পর বেলা বাড়তেই উচ্চ বিদ্যালয়ের সামনে ধর্মঘটিদের উপস্থিতি দেখা যায়, এছাড়াও জলপাইগুড়ি জেলা আদলত চত্তরে সরকারী কর্মীদের বৃহত্তর যৌথ মঞ্চের সদস্যরা ধর্মঘটের সমর্থনে রীতিমত স্লোগান দিতে থাকে।
তবে জলপাইগুড়ি জেলা শাসক করণে ৯৯শতাংশ উপস্থিতি রয়েছে বলে দাবী করেছেন, তৃনমূল প্রভাবিত রাজ্য সরকারকারী কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায়।( বাইট ১)।
অপরদিকে অবসপ্রাপ্ত রাজ্য সরকারী কর্মীদের পেনসনার্স সংগঠনের নেতৃত্ব রতন বিশ্বাস দাবী করেন, আজকের এই ধর্মঘটে আপামর রাজ্য সরকারি কর্মী এবং পেনশনার সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে ধর্মঘটকে সফল করে তুলে ছেন