জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- শৈশবের সেই পুরনো স্মৃতি আজও মনে করিয়ে দেয় টমটম গাড়ির টং টং আওয়াজ।শব্দ এক দেখতেও এক । কিন্তু পরিবর্তন শুধু দামে।আগে এক থেকে দুই টাকা দরে বিক্রি হলেও এখন বাজার দরের পরিবর্তনে দাম বেড়ে ২০টাকা হয়েছে।এই ধরনের গাড়ি তৈরি করতে মাটি,হালকা কাঠ ও শব্দ হবার জন্য এক ধরনের প্লাস্টিক পেপার দরকার। মূলত এই ধরনের সরঞ্জাম দিয়েই তৈরি হয় টমটম গাড়ি। বর্তমানে আধুনিক রকমারি শিশুদের খেলনা বাজারে থাকার দরুন,এই ধরনের কদর তেমন ভাবে বিক্রি নেই। তবুও লাভের আশায় আজো ও পায়ে হেঁটে দূরদূরান্ত ঘুরে ঘুরে বিক্রি করছেন টমটম গাড়ি।