পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান শহরে উৎসব ময়দানে শুভ উদ্বোধন হলো খাদি গ্রামীণ শিল্প মহোৎসব ২০২৩। খাদি গ্রামীন শিল্প মহোৎসব ১০ ই মার্চ থেকে চলবে ১৮ ই মার্চ পর্যন্ত। আদিবাসী নৃত্যের তালে তালে আজ শুভ উদ্বোধন হয় এই খাদি গ্রামীন শিল্প মহোৎসব ২০২৩। আজ উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার সহ খাদির আধিকারিক বৃন্দ এবং বর্ধমান পৌরসভার এক ঝাঁক কাউন্সিলর। বক্তব্য রাখতে গিয়ে জেলা পরিষদের মেন্টর উজ্জল প্রামানিক বলেন, আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমার অনুরোধ তারা নিজস্ব পত্রিকায় এই খাদি মেলার প্রচার করুন। কারণ কিছু খেটে খাওয়া মানুষের রোজগার এর সাথে জড়িত আছে। এই মানুষগুলোর উদ্দেশ্যেই এই মেলা করা হয়েছে। খাদির কথা বললেই আমাদের মনে এক রকম শ্রীহরণ জেগে ওঠে। যার কথা বারবার মনে হয় তিনি হলেন আমাদের জাতির জনক মহাত্মা গান্ধী।