গ্রুপ “সি” পদের ভুয়ো কর্মীর নাম শহরের ঐতিহ্যবাহী পুরনো স্কুল বালুরঘাট হাই স্কুলের নাম উঠে এসেছে।

0
161

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায় এর নির্দেশে হাই স্কুল শিক্ষক হাই স্কুলের গ্রুপ ডি পদের চাকরি বাতিলের পর শুক্রবার বেশ ৭০০ জনের অধিক গ্রুপ “সি” পদের ভুয়ো কর্মীর নাম বাতিল করার নির্দেশ করেনবিচারপতি। আর সেকারণে শোরগোল পড়ে গেছেসারা রাজ্যের পাশাপাশি বালুরঘাট শহরেও। এই ঘটনায় শহরের ঐতিহ্যবাহী পুরনো স্কুল বালুরঘাট হাই স্কুলের নাম উঠে এসেছে। জানাগেছে এই স্কুলে দুজন অশিক্ষক কর্মীর নাম সকাল থেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ঘোরাফেরা করছে। যার মধ্যে একজন কর্মী পুরুষ এবং একজন মহিলা এই স্কুলে কর্মরত ছিলেন। এই বিষয় স্কুলের এক সহ শিক্ষক জানান তাদের কাছে এখনো পর্ষদ বা স্থানীয় ডি আই অফিস থেকে এখনো পর্যন্ত কোনো অর্ডার পাননি তারা, যদিও দুই অশিক্ষক কর্মী আজ কেও স্কুলে উপস্থিত ছিলেন না। পাশাপাশি বালুরঘাট শহরের আরেকটি পুরনো স্কুল খাদিমপুর হাইস্কুলের নামও উঠে আসে এই ঘটনায়। যদিও খাদিমপুর প্রধান শিক্ষক তিনি জানান অভিযুক্ত ওই অশিক্ষক কর্মী আট মাস আগে অন্য স্কুলে মিউচুয়াল ট্রান্সফারের মাধ্যমে জয়েন করেছে। আর এই বিষয় বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার কটাক্ষ করে বলেন শুনেছি মুখ্যমন্ত্রীর ভাইজির চাকরি গেছে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গাতে চাকরি বিক্রি হয়েছে এবার ভাইজি গেছে পড়ে ভাইপোর চাকরি যাবে।