বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে রক্তদান উৎসব।

0
260

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- এগিয়ে আসুন রক্তদানে, বাঁচিয়ে তুলুন প্রাণ। এগিয়ে আসুন ভাই-বোন সব, হিন্দু মুসলমান। রক্তদানে পুণ্য বাড়ে, বাড়ে মনের জোর, রক্তদানে এগিয়ে আসুন সারা বছর ভোর।তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সারা বছরই বিভিন্ন জায়গায় করা হচ্ছে রক্তদান উৎসব। সেই মর্মে আজ বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে দেওয়ানদিঘী প্রীতিলতা মঞ্চে রক্তদান উৎসবের আয়োজন করা হয়। আজ এই রক্তদান উৎসবে ৫০০ জন রক্তদাতা রক্ত দান করেন। সংগৃহীত রক্ত তুলে দেয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং ক্যামেরি ব্লাড ব্যাংকের হাতে। আজ এই রক্ত উৎসব উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অশোক বিশ্বাস, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামানিক, বর্ধমান উন্নয়ন সংস্থার চেয়ারপারসন তথা বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কাকুলি তা, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। যার উদ্যোগে এই রক্তদান শিবির বর্ধমান ১ নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য তিনি বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও বর্ধমান এক নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এই রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশে দলটা করি তাই সারা বছর কিভাবে মানুষের পাশে থেকে কাজ করা যায় সেটাই আমাদের মূল লক্ষ্য।